মাদক বিরোধী আন্দোলনে ইয়ুথকে পাশে থাকার আহব্বান এসপি’র

739


॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, মাদকাসক্তের কারনে বর্তমান যুবসমাজ ধ্বংসের পথে। আর এ যুব সমাজের সকলেই আমাদের ভাই-বোন কিংবা আত্মীয়স্বজন। তাদেরকে এ পথ থেকে ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। আর মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমাদের সকলে মিলে সমাজে কাজ করে যেতে হবে। এজন্য আমাদের স্ব স্ব অবস্থান থেকে সচেতন হয়ে হয়ে উঠতে হবে।

ইয়ুথের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ফুলের শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান কালে তিনি এ ইয়ুথ সদস্যদের উদ্দেশ্য এ কথা বলেন,

তিনি আরো বলেন, মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে পুলিশের বিশেষ আভিযান অব্যাহত রয়েছে। আমরা যদি সচেতন না হই এবং পুলিশকে সহিযোগীতা না করি তাহলে মাদক মুক্ত দেশ গড়া কখনো সম্ভব হবে না। তাই পুলিশের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে ্হবে। তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য আহব্বান জানান। তিনি জানান, অপরাধীর ক্ষেত্রে ভাই বন্ধু বিচার করা যাবে না। অপরাধীকে অবশ্যই ধরিয়ে দিতে হবে।

এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক রাঙামাটি’ সম্পাদক ও ইয়ুথের উপদেষ্টা আনোয়ার আল হকসহ ইয়ুথের সদস্যরা।