মাস্ক না পরায় রাঙামাটি শহরে জরিমানা করছে আদালত

378

॥ স্টাফ রিপোর্টার ॥
করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক পরিধান না করায় ৬ জনকে ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার রাঙামাটি শহরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে জরিমানা করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহীর হেলমেট ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও অভিযান চালানো হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাস্কবিহীন কাউকে যেমন সেবা দেওয়া হচ্ছে না, তেমনি রাস্তাঘাটে মাস্কবিহীন পেলে জরিমানা করা হচ্ছে। শুধুমাত্র মাস্কের বিষয়ে নয়,সড়ক নিরাপত্তার জন্য মোটরসাইকেল আরোহীর হেলমেটের বিষয়েও অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের ডেপুটি নেজারত কালেক্টর মো.আরিফ হোসেন জানান,শুধু নভেম্বর মাসে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ৭০ জনকে জরিমানা করা হয়। একই সময় ভ্রাম্যমাণ আদালতগুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেও কাজ করেছে। পাশাপাশি ২ হাজার ৫শ’ মাস্ক বিতরণ করা হয়েছে।

এদিকে, জেলায় করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা.মো.মোস্তফা কামাল। তিনি আরও জানান জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯ জন,সুস্থ্য হয়েছেন ৯শ’ ২২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে দুই জন পজেটিভ হয়েছেন।