॥ ইকবাল হোসেন ॥
বাহারি ও বর্ণিল পণ্যের সমাহার নিয়ে ৪দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে রাঙামাটির নারী উদ্যোক্তারা। তাঁতের বস্ত্র, গয়না সামগ্রী, পাট সামগ্রী, গৃহস্থলী পণ্য, বুটিকস, দেশি খাবার প্রভৃতি স্বদেশী পণ্যে এই পসরা সাজানো হয়েছে রাঙামাটি শহরে নিউ মার্কেটের আশিকা হলরুমে। রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাঙামাটির নারী উদ্যোক্তারা ৪ দিন ব্যাপী এই পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলার আয়োজন করেছে। নাসিব সভাপতি বিপ্লব চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী অধিকার কর্মী ও সমাজকর্মী টুকু তালুকদার।
উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা শেষে জাতির পিতার একশ’ একতম জন্মদিন ঘিরে কেক কাটা হয়। পরে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি স্টলসমূহ পরিদর্শন করেন। আগামী বুধবার পর্যন্ত এই মেলা চলবে, মেলার ২২টি স্টলে পণ্য প্রদর্শন করছেন নারী উদ্যোক্তারা।