রাঙামাটিতে এলজিইডির সাবেক প্রকৌশলীর মৃত্যুবাষির্কী পালন

327

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকি’র ১২তম মৃত্যু বাষির্কী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় ভবনের সভাকক্ষে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি’র আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, সিনিয়র এসিস্ট্যান্ট মো: তাসাউর সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

দোয়া-মাহফিলে এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকি’র আতœার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।