রাঙামাটিতে গাউসিয়া কমিটির ফাতেহা শরীফ অনুষ্ঠিত

92

॥ স্টাফ রিপোর্টার ॥

আওলাদে রাসূল (সাঃ) হযরতুল আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ.)-এর সহধর্মীনির ইছালে সওয়াব উপলক্ষে রাঙামাটিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রাঙামাটিস্থ খানকা শরীফে অনুষ্ঠিত ফাতেহা উপলক্ষে কোরআন খতম, খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ মোনাজাতের আয়োজন করা হয়।

জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী জানে আলম সওদাগরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান ও হাজী মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হাজী নাছির উদ্দিন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সহ-দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।