॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ জানুয়ারি) বিকেলে ফিসারী এলাকা থেকে র্যালি শুরু হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মামানুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম প্রমূখ।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।