রাঙামাটিতে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় জরিমানা

349

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরে বিকাল ৪টার দোকাপাট খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করায় দোকানি ও মাস্ক ব্যবহার না করে ঘোরাঘুরি করায় জরিমানা গুনতে হয়েছে। সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাল ৪টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার কথা, কিন্তু কোন কোন ব্যবসায়ী দোকান খুলে ব্যবসা চালিয়ে যাওয়ায় রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা চালিয়ে যাওয়ায় রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ দোকানিকে ৫ হাজার এবং মাস্ক ব্যবহার না করায় ৩জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ জানান,  যারা সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলবে না, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান থাকবে, তাই তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি আইন মেনে চলার আহবান জানান।