রাঙামাটিতে বধির কল্যাণ সমিতির বনভোজন অনুষ্ঠিত

623

।। ভ্রাম্যমান প্রতিনিধি ।।
রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির আয়োজনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পলওয়েল পার্কে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। এসময় প্রতিবন্ধীদের সহযোগী ও সবান্ধব দৃষ্টিতে অতিথি হিসেবে যোগদান করেন রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন(রোমান), রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙ্গামাটি শহর সমাজ কল্যাণ অফিসার মাজহারুল ইসলাম এবং শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম ও নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দীন।

রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় অতিথিরা বক্তব্যে বলেছেন, প্রতিবন্ধীদের প্রতি আমরা সর্বদা সচেতন এবং সহযোগী তাই আমরা সংহতি প্রকাশ করে তাদেরকে আনন্দ ও উৎসাহ যোগানের জন্য অংশগ্রহণ করেছি।

সকল বক্তরা একই সুরে প্রত্যাশিত করেছেন যে, এভাবে প্রতিবন্ধীরা প্রতি বছর আনন্দ উৎসবে মিলিত হলে তাদের সহিত শেয়ার করার জন্য আমাদের সর্বাঙ্গীন সহযোগীতা অবশ্যই থাকবে। অতিথিদের ভক্তগুলো সাংকেতিক ভাষায় উপস্থাপন করেন হাসিনা বেগম(দোভাষী), প্রধানশিক্ষক, রাঙ্গামাটি বধির বিদ্যালয়।

বনভোজনে বধির (বাক্-শ্রবণ)প্রতিবন্ধী সদস্যদের অভিভাবকবৃন্দ এবং বধির কল্যাণ সমিতির কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছেন। বনভোজনে প্রতিবন্ধীদের আনন্দদানের জন্য প্রায় ১০টি ইভেন্ট খেলার প্রতিযোগীতা হয়েছে। পরবর্তীতে খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ।