রাঙামাটিতে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতার সন্মাননা

663

dc-pic-09-12-16

॥ স্টাফ রিপোর্টার ॥

পাঁচ জয়িতাকে সম্মাননার মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ।

সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বক্তারা তুলে ধরেন। এছাড়াও প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে পাঁচজন জয়ীতা নারীকে পাঁচ ক্যাটাগরীতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এবছর রাঙাামটিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় সৈয়দা নুরুন নাহার, সমাজ উন্নয়নে টুকু তালুকদার, সফল জননী হিসেবে প্রভা রাণী চাকমা, শিক্ষা-চাকুরী ক্ষেত্রে বাঞ্চিতা চাকমা এবং নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য ঝর্ণা বড়–য়া সংবর্ধিত হন।