রাঙামাটিতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

281

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় রাঙামাটি পৌরসভার সামনে থেকে মহিলা দলের নেতাকর্মীরা আনন্দ র‌্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।

জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক মরিয়ম বেগম, সদস্য চম্পা বেগম। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ- দেশ ও বিএনপির সার্বিক অবস্থা তুলে ধরেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে মহিলা দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।