॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা পরিষদের এনেক্স ভবন সম্মেলন কক্ষে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। সভাপতিত্ব করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থা রাঙামাটি জেলার চেয়ারম্যান ফিরোজা বেগম চিনু।
অন্যান্যের মধ্যে- জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, অংসুইছাইন চৌধুরী, ঝর্ণা খীসা, প্রিয়নন্দ চাকমা, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থ বছরের প্রশিক্ষণার্থীদের মাঝে ৩১লক্ষ ৪৩হাজার ৭০০ টাকার চেক বিতরণ করা হয়।