রাঙামাটির ১৪৫ ইমাম ও মুয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ডিসি মিজান

488

|| ইকবাল হোসেন ||

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার ১৪৫ জন ইমাম ও মুয়াজ্জিনগণের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় কালেক্টরেট জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী ও জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।