রাত ১২.৫৫ মিনিটে ৭১’র মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি

667

index

ঢাকা ব্যুরো অফিস, ২২ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। দীর্ঘ প্রস্তুতি শেষে ২২ নভেম্বর রাত ১২.৫৫ মিনিটে তাদের ফাঁসি সম্পন্ন হয়েছে।

মিডিয়া কর্মিদের জানিয়েছেন আইজি প্রিজন। তিনি আরো জানান, দুটি মঞ্চে একই সময়ে দুজনার ফাঁসি কার্যকর করা হয়। বাকি সব কার্যক্রম শেষ করে তাদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।  এর আগে দুই পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে তাদের দু’জনের সাথে শেষ সাক্ষাৎ করেন।

সূত্র- টিভি মিডিয়া