রিজার্ভ বাজারে হিলফুল ফুজুল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

975

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকার হিলফুল ফুজুল তরুণ সংঘ আয়োজিত সৌখিন টি-টুয়েলভ সৌখিন ক্রিকেট টুর্ণামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রিজার্ভ বাজার হলুদের পাহাড়ে অনুষ্ঠিত ফাইনালে হিলফুল টিমকে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সংঘ টিম।

খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিলফুল ফুজুল এবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাসার সহ-সভাপতি নুরুল কবির বাচা। বিশেষ অতিথি ছিলেন- হিলফুল ফুজুল এবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাসা এবং হিলফুল ফুজুল তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, হিলফুল ফুজুল এবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, সদস্য বশির আহমেদ।

অন্যান্যের মধ্যে মো. আবু আলম, হিলফুল ফুজুল তরুণ সংঘের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন রানা সোহেল, ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আলম। সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল। টুর্ণামেন্ট আয়োজতদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্না খান, জাহিদুল ইসলাম রানা, হোসাইন মোহাম্মদ ডাবলু, মো. জসিম উদ্দীন, আব্দুল আহাদ।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।