লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর খাবার বিতরণ

21

॥ লংগদু প্রতিনিধি ॥

লংগদু উপজেলার প্রত্যন্ত অঞ্চল আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি এলাকার শতাধিক পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খারার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লংগদু উপজেলা। ২৩ আগস্ট (শুক্রবার) উপজেলার উত্তর ইয়ারাংছড়িতে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার পক্ষ থেকে দুপুরের খাবার বিতরন করা হয়েছে।

এসময় লংগদু উপজেলা আমীরে জামায়াত মাওলানা মোঃ নাছির উদ্দীন এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক, মোঃ আব্দুল জব্বার, মোঃ ওসমান গণি, তাজ মাহমুদ, ফয়েজ আহমেদ ও মো মতিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ত্রাণবিতরণকালে জামায়াত নেতারা বলেন, টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘সারাদেশে চলমান পরিস্থিতিতে গরীব অসহায় দুস্থ মানুষের কল্যানের কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকেও উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আগামীতে যে কোন পরিস্থিতিতে মানুষের কল্যানে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।