লংগদুতে মাক্স ব্যবহারে সচেতনতায় প্রশাসন ও স্কাউটের প্রচার অভিযান

341

॥ নিজস্ব প্রতিনিধি, লংগদু ॥
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষে ‘মাক্স ছাড়া সেবা নেই’ এই শ্লোগান সামনে রেখে লংগদু উপজেলা প্রশাসন, লংগদু থানা প্রশাসন ও উপজেলা স্কাউট এর উদ্যোগে মাক্স বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা সদরে, ভাইট্টাপাড়া ও মাইনীমুখ বাজারে মাক্স বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অভিযানে অংশ গ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, উপজেলা স্কাউট’র সাধারণ সম্পাদক নুর আলম সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি ও স্কাউটের সদস্যরা ।