লংগদু সেনা জোনে নিরাপত্তা বিষয়ক সমন্বয়সভা

454

p.....5

লংগদু প্রতিনিধি, ৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি :  লংগদুতে সেনা জোনের উদ্যোগে মঙ্গলবার নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কিত এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সেনা জোন মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাহাবুবুর রহমান পিএসসি। এ সময় তিনি বলেন, লংগদু জোনের আওতাধীন এলাকায় শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখাতে সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। গত নয় মাস  দায়িত্বে থাকাকালিন জনগণের নিরাপত্তা ও এলকায় স্থিতিশীলতা রক্ষায় প্রাণপন চেষ্টা করেছি। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক  রয়েছে। তিনি আরো বলেন,  এলাকার স¤প্রদায়িক স¤প্রীতি অক্ষুন্ন রেখে উন্নয়নে সকলকে সম্পৃক্ত হতে হবে। সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান,কার্বারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ক্যাম্প কমান্ডার, থানার প্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাগত জোন কমান্ডার মেজর আঃ আলীম চৌধুরী, জোনের উপ-অধিনায়ক মেজর মো. গোলাম আজম, লংগদু উপজেলা পরিষদের চেয়রম্যান মো. তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, লংগদু ইউপি চেয়ারম্যান সুখময় চাকমা, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, মাইনীমুখ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা চৌধুরী, লংগদু থানার এসআই মো. জাকির হোসেন, কুলিন মিত্র চাকমা হেডম্যান, জেএসএস’র লংগদু সেক্রেটারী মনিশংকর চাকমা।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান