অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

263

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

p...3
স্টাফ রিপোর্টার, ৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি শহরের টিটিসি এলাকায় গত ১৩ জানুয়ারি সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ পরিবারে মাঝে ৮৮হাজার টাকার নগদ সহায়তা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার  বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে পরিষদের পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ পরিবার প্রধানের হাতে নগদ অর্থ তুলে দেন পরিষদের সদস্য সাধন মনি চাকমা। এ সময় ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কালায়ন চাকমা উপস্থিত ছিলেন।

অগ্নিকান্ডে ২৪টি পরিবারের মধ্যে ৯টি পরিবার তুলনামুলকভাবে বেশী ক্ষতিগ্রস্থ  হওয়ায় তাদেও জন্য ৫হাজার টাকা, অন্য ১৪ পরিবারের মাঝে ৩ হাজার এবং ১টি পরিবারে  মাত্র ১জন হওয়ায় তাকে ১হাজার টাকা দেয়া হয়।

এ সময় পরিষদের সদস্য সাধন মনি চাকমা বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের মূল কারণ। অগ্নিকান্ডে বসতভিটা পুড়ে যাওয়া মানে জীবনের প্রায় সব সম্বল পুড়ে যাওয়া। নতুন করে অর্থনৈতিকভাবে সেই পরিবারদের দাড়াঁতে অনেক সময় লেগে যায়। তাই সবসময় আমাদের সব ধরনের দূর্ঘটনা এড়াতে সচেতন থাকতে হবে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান