॥ স্টাফ রিপোর্টার ॥
অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী হামলা, শিশু নির্যাতন ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এনে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ প্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। শনিবার (২৯আগষ্ট) সকালে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের ১৯আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলা শহরের কাঠালতলীস্থ আলম ডক ইয়ার্ড এলাকায় মেজবাহ উদ্দীন নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে অতর্কিত অনুপ্রবেশ করে তার শ্লীলতাহানির চেষ্টাসহ তাকে মারধর করে। সন্ত্রাসীরা এসময় তার মেয়েকে নির্যাতনের চেষ্টা চালায় বলে লিখিত পত্রে উল্লেখ করেন তিনি।
ভাইস চেয়ারম্যান নাসরিন আরও বলেন, মেজবাহ উদ্দীন নামের এই যুবকের অত্যাচারে আমি অসহায়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। অতীতে আমার বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকাও চুরি করেছে সে। এই যুবকের নেতৃত্বে আর তিন যুবক ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে হাবিবুর রহমান বাপ্পী, কায়সার আহম্মেদ ও ইমরুল উদ্দীন আমার শ্লীলতাহানী করার চেষ্টা চালাচ্ছে। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে স্থানীয় থানায় ভিন্ন সময়ে দু’টি অভিযোগ দাখিল করেছি। কিন্তু প্রভাবশালী মহলের কারণে থানা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটাই দাবি- ‘আমি একজন জনপ্রতিনিধি এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার জীবনের নিরাপত্তা বিধান অধিকার ও আইন সম্মত। এসব সন্ত্রীদের বিরুদ্ধে অতি শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।