সচিব মোহসীনের মৃত্যুতে খাগড়াছড়িতে শোক

366

 ॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব, করোনাকালীন সময়ে খাগড়াছড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত আবদুল্লাহ আল মোহসীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে মৃত্যু করেছেন । তার মৃত্যুতে খাগড়াছড়ি জেলায় সর্বত্র শোকের ছায়া নেমে আসে । তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী গভীর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মীতা জ্ঞাপন করে পরম করুনাময়ের কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন ।