বন্য হাতিতে রাঙামাটির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

385

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে পাবত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জের লংগদু উপজেলার ভাসাইন্যাদাম ইউনিয়ন, বগাচত্তর ইউনিয়ন ও গুলশাখালী ইউনিয়নে বিভিন্ন সময়ে বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের মাঝে জানমালের ক্ষতিপূরণ হিসেবে পরিবার বর্গের হাতে চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উত্তর বনবিভাগ কার্যালয়ে উক্ত চেক বিতরণ করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুস সালেহ প্রধান, জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শেখ মো. ইয়াকুব আলী  উপস্থিত ছিলেন।

অতিথিরা বিভিন্ন সময়  হাতির আক্রমনে নিহত ও আহত ৯টি পরিবারের সদস্যদের হাতে মোট ৫ লক্ষ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন।

বন কর্মকর্তারা বন্য প্রানী চলাচলের রাস্তায় সকলকে বসবাস না করার আহ্বান জানানোর পাশাপাশি বলেন, অনেক সময় হাতি বনে খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে বাড়িঘরে হামলা চালায়। তাই বন্য প্রাণীর চলাচলের রাস্তা যাতে কোন ভাবেই বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ও সচেতন থাকতে হবে।