সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

604

স্টাফ রিপোর্ট- ২১ সেপ্টেম্বর ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৬ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এমপির নিকট থেকে ১৯ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তানে এক অনুষ্ঠানে এ পুরষ্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।