সাংবাদিকদের সাথে মত বিনিময় রাজস্থলীতে

458

 

॥ রাজস্থলী সংবাদদাতা ॥ রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমার কার্যালয়ে রোববার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও সুপ্রভাত প্রতিনিধি চাউচিং মারমা, দৈনিক সাঙ্গু প্রতিনিধি হারাধন কর্মকার, বিআরডিবি সহকারী অফিসার মমিনউল্লাহ মমিন।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে এ পার্বত্য রাজস্থলী উপজেলাটি শান্তি প্রিয় এলাকা। কিছু লোক এ এলাকায় অসামাজিক কার্যকলাপ জড়িত হওয়ায় দিন দিন এলাকাটিতে অশান্তি বিরাজ করছে। ফলে এ দুষ্কৃতকারী ব্যক্তিদের প্রতিরোধ এলাকায় শান্তি ফিরে আনা দরকার। যদিওবা এলাকায় কোন প্রকার শান্তি শৃঙ্খলা বা বিরোধ প্রভাব দেখা যায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বা জনপ্রতিনিধিকে অবহিত করার জন্য সুপরামর্শ প্রদান করেন।