সেচ্ছাসেবি সংগঠন ইয়ূথের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানে এমপি চিনু

529

॥ স্টাফ রিপোর্টার ॥

সহস্র চারা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ূথ অরেগানাইজেশন ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প’ (ইয়ূথ) এর উদ্যোগে রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ভেদভেদী এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ  সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন ও ইয়থের পরিচালক ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সাম্প্রতিক সময়ে রাঙামাটিতে সংঘঠিত পাহাড় ধ্বসের কথা উল্লেখ করে বলেন এই প্রাকৃতিক দূরযোগের পেছনে যে একাধিক কারন রয়েছে তার মধ্যে নির্বিচারে বৃক্ষ নিধনের বিষয়টি জড়িত।

তাই আমাদের সকলকে বেশী বেশী করে গাছ লাগিয়ে পরিবেশের বিপরযয় রোধ করতে হবে। কর্মসূচীর আওতায় ইয়ূথের উদ্যোগে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে ১০০০ টি চারা রোপন করা হবে।