১০ জানুয়ারি থেকে চিত্রশিল্পী ইব্রাহীমের একক চিত্র প্রদর্শনী

407

॥ স্টাফ রিপোর্টার ॥
পাহাড়ের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী মোঃ ইব্রাহীম এর একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে রাঙামাটিতে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ জানুয়ারি রোববার বিকাল ৩টা থেকে রাঙামাটি চারুকলা একাডেমীতে ৫দিন ব্যাপি এই একক চিত্র প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

প্রদর্শনীতে রাঙামাটি সর্ব পর্যায়ের মননশীল মানুষদের পরিবারসহ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা। প্রসঙ্গত, রাঙামাটিতে অনেকগুলো আর্টস্কুল পরিচালনার মাধ্যমে শিল্পী ইব্রাহীম এ এলাকায় বিগত প্রায় দুই দশক অসংখ্য শিল্পী সৃষ্টি করেছেন। এর আগে রাজধানীতে এবং রাঙামাটিতে তার আরো এক প্রদর্শনীর আয়োজন করে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শিল্পী ইব্রাহীমের আঁকা চিত্রকর্মগুলো রাঙামাটির প্রশাসনসহ সর্ব মহলে ব্যাপকভাবে সমাদৃত।