২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নানিয়ারচরে প্রতিবাদ সভা

195

॥ মেহেদী ইমাম ॥

২১শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ। রোববার (২১শে আগস্ট) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

নানিয়ারচর উপজেলা ছাত্রলীগ সভাপতি আকাশ কর্মকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল উদ্দিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সুজিত তালুকদার, আনসার আলী, আওয়ামীলীগ নেতা কালাম মল্লিক, যুবলীগ নেতা প্রিয়তোষ দত্তসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লঞ্চঘাট, উপর বাজার, সিএনজি স্টেশন ও নানিয়ারচর সেতু প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়।