॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে অগ্নিকান্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। শনিবার দুপুরে শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মহসিন কলোনি এলাকার বাসিন্দা নুরুল হাকিম মিয়ার মালিকানাধীন ভাড়া বাসার রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। আগুনের সূত্রপাতের পরপরই পাশে থাকা মৃত বদরুজ মেহের এর কাঁচা বাসায়ও আগুন লেগে যায়। পাশাপাশি দুটি বাসায় আগুন লাগার ফলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়।
আগুন লাগার কিছু পরেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় সবার মধ্যেই আতংক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করার পর স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসকে সহায়তা করে।
স্থানীয় বাসিন্দা বদিউল আলম বদি বলেন, মিয়া সওদাগরের ভাড়াটিয়ার বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে আরো অনেকগুরো টিনশেড কাঁচা বাসা থাকাতে সবাই আতংকিত হয়ে বাসার মালামাল বাইরে নিয়ে আসতে শুরু করে। ফায়ার সার্ভিস এসে পানি ছিটানো শুরু করলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাঙামাটির জেল প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দীন, ২নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবরসহ অন্যান্যরা।
এসময় জেলাপ্রশাসক বলেন, ফায়ার সার্ভিসের টিম আগুন দ্রুততার সাথে নেভানোর কাজ করছে। স্থানীয় জনগণও তাদেরকে যথেষ্ট সহযোগিতা দেওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, আগুন নেভানোর কাজে তিনটি ইউনিট কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত চলছে।