অপসংস্কৃতি রোধ করতে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই

152

॥ মো.হুমায়ুন কবির ॥

সর্বপ্রথমে মানুষের নৈতিক মানদন্ড উন্নত করতে হলে ধর্মীয় বিধিবিধান মানা ছাড়া বিকল্প নেই। তা যে কোন ধর্মের ব্যাপারেই হোক না কেন। আজ প্রতিটি দেশেই ধর্মীয় প্রভাব ক্ষুন্ন হওয়ার কারণে সমাজে নৈতিকতার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। তাই অপসংস্কৃতি রোধ করতে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।

সোমবার (২১ নভেম্বর) সকালে রাঙামাটি উত্তর কালিন্দীপুর হামদ-নাত একাডেমি উদ্যোগে রাঙামাটি এফপিএবি নিজস্ব মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হামদ নাত (দঃ) প্রতিযোগীতা ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন ।

রাঙামাটি এফপিএবি’র সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ারুল মোস্তফা হেজাজী প্রমূখ।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন, রাঙামাটি রিজার্ভ বাজার তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, রাঙামাটি বনরূপা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুলতান মাহমুদ আল কাদেরী । প্রতিযোগীতায় হামদ, নাথ ও কিরাত বিষয়ে রাঙামাটির ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষর্থী অংশ নেন। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।