॥ স্টাফ রিপোর্টার ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার চিরকালই শ্রমিক বান্ধব, তাই আওয়ামী লীগ ক্ষমতা এলেই কল কারখানা বাড়ে এবং শ্রমিকদের জীবনমান উন্নত হয়। শেখ হাসিনার সরকার দফায় দফায় গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিতে অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করেছে।
এ প্রসঙ্গে তিনি রাঙামাটি কেপিএম ও ঘাঘড়া টেক্সটাইলের উদাহরণ টেনে বলেন, এই মিল দুটি বিএনপি সরকারের আমলে সম্পদ থেকে আবর্জনায় পরিণত হয়েছিল। আমরা চেষ্টা করে এখানে প্রাণ ফিরিয়ে এনেছি। তিনি বলে বিএনপি আদমজি মিলসহ দেশের দেশের অনেক নামকরা শিল্প কারখান বন্ধ করে শ্রমিক পরিবারগুলো আলোর পরথ অন্ধকার করে দিয়েছিল।
এমপি দুঃখ করে বলেন কিন্ত আমরা ব্যথিত হই যখন শ্রমিকদের কোনো গ্রুপ তাদের নিজ স্বার্থের বিপরীতে কাজ করে। এ প্রসঙ্গে তিনি রাঙামাটি ট্রাক টার্মিনালের উদাহারন টেনে বলেন, চাঁদাবাজির কারণে এখন এই টার্মিনালে কাক্সিক্ষত পরিমানে ট্রাক লোড হয় না। ব্যবসায়ীরা নিজেদের বাঁচাতে এই টার্মিনাল পাশ কাটিয়ে অন্য এলাকায় গিয়ে ট্রাক বোঝাই করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরাই। কারা এই চাঁদাবজীর সাথে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। সোমবার সকাল সাড়ে ১১টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, মো: রফিকুল মাওলা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: শাহাজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, শহর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিনসহ শ্রমিকলীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমিক সমাবেশের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয় এবং দলীয় কার্যালয় থেকে শহরের দোয়েল চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ ছাড়া মহান মে দিবস উপলক্ষে জেলার ১০ উপজেলাতেও বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।