আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে এনসিটিএফ’র নানা আয়োজন

102

॥ স্টাফ রিপোর্টার ॥

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটি জেলা শাখার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙাামাটি জেলা শাখার সভাপতি সাংবাদিক মনসুর আহমেদ, পুরস্কার প্রাপ্ত জয়ীতা সুফিয়া কামাল ঝিমি, তরুণ সমাজসেবক আব্দুল জব্বার সুজন। এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- এনসিটিএফ রাঙামাটি জেলা সভাপতি সুমাইয়া আক্তার ¯েœহা।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের মাঝে বাংলাদেশের গৌরবোজ্জল সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সে ক্ষেত্রে এনসিটিএফ শিশুদের নিয়ে যে কাজ করছে তা প্রশংসার দাবী রাখে। তিনি শিশুদের কল্যাণে কাজ করা সংগঠনের পাশে থেকে সবসময় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আলোচনা সভার পর চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সহ ৭৫জন প্রতিযোগির হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এরপর অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।