আব্দুল ওহাবকে দেখতে হাসপাতালে এমপি দীপংকর

202
মেহেদি ইমামঃ 
দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনায় আহত নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতির খোঁজ খবর নিতে রাঙামাটি সদর হাসপাতালে আসেন এমপি দীপংকর তালুকদার।
মঙ্গলবার (৯ মে) বিকালে রাঙামাটি সদর হাসপাতালে এসে সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের শারীরিক সুস্থ্যতার খোঁজ খবর নেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সাংসদ দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চোধুরী, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মোঃ মুসা মাতব্বর, সহ সভাপতি ত্রিদীব কান্তি দাশসহ দলীয় নেতাকর্মীরা ওই নেতা সহ আহতদের শারীরিক সুস্থ্যতার খোঁজ খব নেন।
এদিন দুপুরে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোমবার সন্ধ্যায় চায়ের দোকানে বসা অবস্থায় অতর্কিত হামলা চালায় দলীয় অঙ্গ-সংগঠনের কিছু নেতাকর্মী। এতে আহত হন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, যুবলীগ নেতা কাইয়ুম হোসেন ও স্থানীয় ফারুক হাওলাদার। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের ও অঙ্গ-সংগঠনের দলীয় নেতাকর্মীরা।