আলীকদমে তৈদাং হোস্টেলে অভিভাবক সমাবেশ

315

p....4

আলীকদম প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারীভাবে পরিচালিত তৈদাং হোস্টেলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।

সহকারি শিক্ষক দিয়মনি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন তৈদাং হোস্টেলের পরিচালক মি. গ্রেনার ত্রিপুরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. প্রকাশ দাশ গুপ্ত, চ্যানেল নাইন এর প্রডিউসর প্রোগ্রাম ত্রিদিব বর্মন, পার্বত্য জেলা পরিষদের উন্নয়নকর্মী উইলিয়াম মার্মা ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়াও চ্যানেল টুয়েন্টিফোরের নিউজ এন্ড কারেণ্ট এফেয়ার্স প্রডিউসর সুবির মহাজন ছাড়াও ছাত্র-ছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৈদাং হোস্টেল পার্বত্য আলীকদম উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার বিকাশে বিগত একযুগেরও বেশী সময় ধরে অবদান রাখছে। এ হোস্টেল প্রতিষ্ঠা করে ফাদার লুফি অনন্যা সাধারণ অবদান রেখেছেন। বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এ হোস্টেল কিছু সমস্যা পূরণের আশ্বাস দেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান