ইফার আয়োজনে রাঙামাটিতে মাদ্রাসা শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ উদ্বোধন

389

ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইফতারী মাদ্রাসা শিক্ষকদের মাঝে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার (২৫ জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ মনিরুজ্জামান।

এসময় অন্যান্যের মাঝে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয় উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভূঁইয়া, ফিল্ড সুপারভাইজার মোঃ জয়নুল আবেদীন, মোজাম্মেল হক, মোহাম্মদ নাসির উদ্দিন সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে আলোচনা করেন। এ সময় সমতল এলাকার মত পাহাড়ে মুসলিম অধ্যুষিত এলাকা ও প্রতিটি উপজেলায় দুটি করে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার স্থাপনের আশ্বাস দেন। এছাড়াও শিক্ষকদের অনুরোধের প্রেক্ষিতে প্রধান অতিথি পাহাড়ে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের হিল-ভাতা দেওয়ার ও আশ্বাস প্রদান করেন।