উন্নয়ন কাজে বাধা দিয়ে চাঁদাবাজি করলে শান্তি চুক্তির সুফল বাধাগ্রস্ত হবে: দীপংকর তালুকদার এমপি

399

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ের উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, এ ধারা অব্যাহত রাখতে পাহাড়ে শান্তি বজায় রাখা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাহাড়ে উন্নয়ন কাজে বাধা, চাঁদাবাজি ও অস্ত্রের মহরা দিলে শান্তি চুক্তির সুফল পেতে বাধাগ্রস্ত হবে এলাকার মানুষ। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে দূর্গম বরকল উপজেলায় প্রায় ৩ কোটি টাকার মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন, সুভলং উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের উদ্বোধন ও মিতিঙ্গাছড়ি কারিগরি শিক্ষা ভবনের উর্ধমুখী সম্প্রসারণের ভিত্তি প্রস্তুর স্থাপন ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সুভলং ক্যাম্প কমান্ডার মেজর নূর উদ্দিন আহম্মাদ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমদ, সুভলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুভলং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিলন শংকর কারবারি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি অর্থায়নে ৭১ লক্ষ টাকা ব্যায়ে মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন। রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যায়ে সুভলং উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে মিতিঙ্গাছড়ি কারিগরি শিক্ষা ভবনের উর্ধমুখী সম্প্রসারণের ভিত্তির স্থাপন করেন।