উন্নয়ন বোর্ডের অর্থায়নে লংগদুর বৈরাগী বাজার মসজিদসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

185

॥ লংগদু প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেল চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, সকল ধর্মই শান্তির কথা বলেছে। তিনি বলেন, আমরা ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্মসহ যে ধর্মের কথাই মানি না কেন ধম্য মানুষকে ধৈর্যশীলতার শিক্ষা দেয়। আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে এলাকার শান্তি ও সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত হতে বাধ্য। কাজেই ধর্মের বিধান ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্য আমাদের একসাথে চলার সংস্কৃতি সমৃদ্ধ করতে হবে। ক চেয়ারম্যান আরো বলেন, তৎকালীন বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য রাঙামাটি সার্কিট হাউজে বসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাব করেছিলেন। সেই উন্নয়ন বোর্ড আজ পাহাড়ের প্রত্যন্ত এলকায় উন্নয়নের আলো পৌঁছে দিচ্ছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর), লংগদু উপজেলার বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের কাজ সূচনা করে সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেল চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ কথা বলেন। নিখিল কুমার চাকমা আরো বলেন, বর্তমান সরকার সকল জাতিগোষ্ঠীর ধর্ম পালন সকল সযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ লংগদু উপজেলায় বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করতে পারছি।

আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কেরল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুশিত চাকমা, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম উদ্দিন সরকার, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা সদস্য সুভাষ চন্দ্র দাসসহ বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এরপর প্রধান অতিথি চেয়ারম্যান নিখিল কুমার চাকমা লংগদুতে দুদিনের সরকারী সফরে এসে বগাচতর শিবেরআগা স্কুল ভবন ভিত্তি প্রস্তুর স্থাপন, গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ থেকে শান্তি নগর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তুর উদ্বোধন, গুলশাখালী সীমান্ত প্রহরী স্কুল হতে আহাতুন্নেছার বাড়ী পর্যন্ত ২১শত ফুট রাস্তা আরসিসি করন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন, গুলশাখালী মসজিদ, মাদ্রাসা ভবন নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।