কঠোর লকডাউন বাস্তবায়নে নানিয়ারচর প্রশাসনের কড়া অভিযান

449

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

লকডাউন বাস্তবায়ন এবং করোনায় সতর্কতামূলক কঠোর অভিযান পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার। সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর, বগাছড়ি ও বেতছড়ি এলাকায় সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এসময় এক দোকানী ও ১০জন পথচারীকে ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১৪শত টাকা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জনসাধারণের মাঝে মাস্ক পরিধান, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকা ও করোনা সচেতনতায় মাইকিং প্রচারণা চালানো হয়।

উপজেলা সূত্রে জানা যায়, ২সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে কড়া নজরদারী রেখেছেন নির্বাহী অফিসার। নিয়মিত মাইকিং প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অব্যাহত রয়েছে। এসময় নানিয়ারচর থানার এএসআই আলমগিরসহ আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।