করোনা সংক্রমণ রোধে কাপ্তাইয়ে তথ্য অফিসের সড়ক প্রচারণা

396

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন- এর প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ নির্দেশনা সমূহ সড়কে প্রচারণা করা হয়েছে। গত মঙ্গলবার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া বাজার, শফিপুর, ইউপি এলাকা, সুখবিলাশ গ্রামসহ বিভিন্ন এলাকার সড়কে এই প্রচারণা চালানো হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ হারুন জানান, করোনা সংক্রমণ রোধে সরকারের ১১ দফা বিধি নিষেধ জারি করার সাথে সাথেই কাপ্তাই তথ্য অফিস কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় জনসাধারণকে সচেতন করতে প্রতিদিন সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং এই ৩ উপজেলার দুর্গম অঞ্চলেও এই প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিলাইছড়ি উপজেলার সড়ক প্রচারণার পাশাপাশি নৌ-পথেও হেন্ড মাইকের মাধ্যমে এই প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।