কাউখালীতে জামায়াতের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা

1

।।নিজস্ব প্রতিবেদক।।

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ জনপদে এই প্রচারণা পরিচালনা করা হয়।

দিনব্যাপী প্রচারণার নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাঙ্গামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় অংশ নেন।

প্রচারণাকালে তিনি জনগণের উদ্দেশে বলেন, “আমরা জনগণের ভোটে বিজয়ী হয়ে ন্যায়, আদল ও সুশাসনের ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের অধিকার ও মর্যাদা সর্বাধিক অগ্রাধিকার পাবে।”

এ সময় তিনি নৌকা, পাহাড় ও নদীর জনপদ কাউখালীর উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানোসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

দিনব্যাপী এই প্রচারণায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ জাহাঙ্গীর, কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল রাজ্জাক তালুকদার, উপজেলা সেক্রেটারি ডা. মোঃ ইকবাল, জেলা শূরা সদস্য মোঃ মাইনউদ্দিন, মোঃ আব্দুস সালাম, অ্যাডভোকেট রহমত উল্লাহ, হাফেজ মাওলানা আবুল বাশার, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা প্রচার সম্পাদক ডা. মোঃ সলিমুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও মোঃ ইবনে আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের প্রতীক ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।