কাউখালীতে পুলিশের অভিযানে মদসহ আটক ২

347

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি।
কাউখালী থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার মদ সহ ২জন কে আটক করেছে। বৃহস্পতিবার ঘাঘড়া থেকে মদ পাহারকালে মানিক সরকার কে এবং বুধবার বেতবুনিয়া থেকে মদ পাচারকালে চাথৈায়াই প্রু মারমা নামে এই দু’জনকে আটক করা হয়।

কাউখালী থানা সুত্রে জানা যায়, বুধবার ভোর রাতে কাউখালী থানার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মনাইপাড়া এলাকার উসা প্রু মারমার বাড়ির পাশে সিএনজি (অটোরিক্সা) তে দেশীয় তৈরী ছোলাই মদ বস্থায় করে  পার্শ্ববর্তী রাঙুনীয়া উপজেলা দিয়ে চট্টগ্রাম পাচাঁর করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো।

বেতবুনিয়া পুলিশ ফাড়িঁর আইসি পুলিশ পরিদর্শক মোঃ আইয়ুব আলী সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে সংগে সংগে ঘটনাস্থলে গিয়ে ৯০ লিটার মদ (তিন বস্থায় ভর্তি) সহ সিএনজি চালক কে আটক করেন। আটক কৃত চালকের নাম চাথৈায়াই প্রু মারমা (২৪) পিতা মংজাই প্রু মারমা ,সাং পুর্ব লুঙীপাড়া, বেতবুনিয়া,কাউখালী রাঙামাটি। তার সংগে থাকা অপর আসামী সানু মং মারমা (৩৩) পিতা সিং প্রু মারমা, সাং- পূর্ব লুঙীপাড়া, বেতবুনিয় কাউখালী রাঙামাটি পালিয়ে যায় বলে পুলিশ জানান। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ৩,তাং ১৯.১১.২০২০খ্রিঃ আইও এসআই সুদিপ্ত রেজা।

অপরদিকে বৃহস্পতিবার সকাল বেলা রাঙামাটি হতে চট্টগ্রাম সিএনজি যোগে যাত্রী বেশে দেশীয় তৈরী ছোলাই মদ পাঁচারকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ এসআই মোঃ জাফর সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘাগড়া বাজার সিএনজি স্টেশন সিএনজি অটোরিক্সা  হতে ১জন কে সাড়ে ছয় লিটার দেশীয় তৈরী ছোলাই মদ ট্রাবেল ব্যাগ হতে পলিথিন মোড়ানো অবস্থায় উদ্বার সহ ১জনকে আটক করেন।

আটককৃতের নাম মানিক সরকার(৪১) পিতা মৃত, অবিনাশ সরকার,সাং বুরবলিয়া,ইলিয়টগন্জ, দাউদকান্দি,কুমিল্লা। বর্তমানে রাঙামাটি কলেজ গেইট টিএন্ড টি এলাকায় ভাড়া থাকেন বলে পুলিশ কে জানান। এ ব্যাপারে কাউখালী থানায় পৃথক আরেকটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা

রুজুর প্রক্রিয়াধীন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লা পিপিএম জানান। পৃথক মাদক মামলায় আটককৃতদের রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।