কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

106

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার মার্চ মাসের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার রক্তিম চৌধুরী।

আইন শৃঙ্খলা সভায় মার্চ মাসের আইন শৃঙ্খলা বিষয়ক তথ্য উপস্থাপন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর। আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মাসুমা আক্তার কনা, উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্যাহ আল মাসুদ, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আরএমও ডাঃ মোঃ ইফতেখার হোসেন ফরহাদ, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, খাসখালী রেন্জ অফিসার মোঃ আব্দুল গফুর চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিধিবৃন্দ।

সভায় জানানো হয়, এ মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয় ও ১টি সড়ক দুর্ঘটনা মামলা এবং মাদক বিরোধী ২৩ টি অভিযান পরিচালনা করা হয় এবং ৫৮.৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান। উপজেলা নিবাহী অফিসার ও বিগ্য নির্বাহ ম্যাজিস্টেট রক্তিম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট বাজারে ভোক্তা অধিকার আইন সহ বিভিন্ন আইনে জনসচেতনতা বৃদ্বি ও জনস্বার্থে নিয়মিত ভাবে ভার্ম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সভায় ৮মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।