কাউখালীর বিভিন্ন পর্যায়ের কৃতিদের সংবর্ধনা প্রদান

294

p.....5-1

কাউখালী প্রতিনিধি, ১৮ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি :  কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বিভিন্ন পেশায় কৃতিত্ব অর্জনকারীদের  বেতবুনিয়া এলাকা বাসির পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার এ উপলক্ষে এক আলোচনা সভা বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী ও সাবেক কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অংচা প্রু চৌধুরী। বক্তব্য রাখে ছাত্র নেতা ক্যাসি মং মারমা, সমাজ সেবক ঠিকাদার মোঃ মনির উদ্দিন, ডাঃ অংহ্লা প্রু মারমা, মেম্বার মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলম।

পরে বিভিন্ন পেশায় কৃতিত্ব অর্জনকারী ৭ জনকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে সংবর্ধনা প্রাপ্তরা হলেন, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্যাথোয়াই মারমা, চট্টগ্রাম মেডিকেল  কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌঃ, রাঙামাটি মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ লেলিন তালুকদার, সোনাগাজি সরকারী কলেজের সহঃ অধ্যাপক বিপম চাকমা, ৩৪ তম বি সি এস (প্রশাসন ) প্রশাসক হিসাবে উজালা রানি চাকমা, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. অঞ্জন দে, মাষ্টার অফ ডেভলপমেন্ট প্রেকটিস জামিস কুক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় ইউ কে মং মারমা।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান