কাউখালী উপজেলা পরিষদ হতে বিভিন্ন প্রতিষ্ঠানে শীত বস্ত্র বিতরণ

560

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা পরিষদ হতে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠনে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টায় পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র/কম্বল বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রবিউল ইসলাম,৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, আওয়ামী যুবলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, মেম্বার মোঃ শরীফ উদ্দিন,মাওলানা মোঃ আব্দুর রহিম, মাওলানা মোঃ সাইফুল ইসলাম,মাওলানা মোঃ আনোয়ার হোসেন,মাওলানা মোঃ ছানা উল্লাহ স্বপন সাহা,মোঃ মামুন হাছান,পিসি কালাম সহ উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান,এতিমখানা,মাদ্রাসার  বিভিন্ন মন্দির এর প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য যে, কাউখালী উপজেলার চার ইউনিয়ন সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসা,মন্দির,কিয়াং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মোট একহাজার আটশত চল্লিশ টি শীতের কম্বল/বস্ত্র বিতরণ করা হয়।