॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (৬ই নভেম্বর) ইয়াবা ও দেশীয় তৈরী চোলাই মদ সহ ২ জনকে আটক হয়েছে। ইয়াবাসহ আটক হয় কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনীর মো. শাহ জাহানের ছেলে শাহিন আলম (২৮)। মদসহ আটক হয়েছে চন্দ্রঘোনা মিশন এলাকার খিয়াং পাড়ার মৃত দীপক খিয়াং এর স্ত্রী চিনু খিয়াং (৩৫)।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ পিছ ইয়াবাসহ মো. শাহিন আলমকে এবং চন্দ্রঘোনা থেকে ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চিনু খিয়াংকে আটক করা হয়েছে। তারা উভয়ে মাদক বিক্রেতা।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ই নভেম্বর) তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।