কাপ্তাইয়ে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

318

|| কাপ্তাই প্রতিনিধি ||

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কৃষক বাঁচাও দেশ বাঁচাও” স্লোগানে বাংলাদেশ কৃষকলীগ কাপ্তাই উপজেলা শাখার বর্ধিত সভা-২০২১ রোববার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আকবর আলী চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এছাড়া বর্ধিত সভার অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি সামসুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধীর তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এ্যাড. উম্মে হাবিবা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কাপ্তাই উপজেলা শাখার সহ-সভাপতিও ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ২নং রাইখালী ইউপি প্যানেল চেয়ারম্যান এনামুল হক, রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সহ সভাপতি শান্তনা চাকমা, সহ সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, যুগ্ন সম্পাদক হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক নুরুল্লা ভুঁইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অরুন ধর, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক সুবর্ণ ভট্টাচার্য, দপ্তর সম্পাদক তপন ধর, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম রাজু, আইন বিষয়ক সম্পাদক বিনয় চাকমা, কাপ্তাই উপজেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক মোঃ আবুল তালেব সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতারা প্রতি ইউনিয়ন থেকে ৯ থেকে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করে ওয়ার্ড সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।