কাপ্তাইয়ে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের’ উদ্বোধন

332

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা এলজিইডি কার্যালয়ের উদ্যোগে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সকল ইউনিয়ন ও গ্রামীণ সড়ক সমূহের কাঁচা ও পাকা অংশ রক্ষণাবেক্ষণে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান-বারঘোনিয়া সিনেমা হল সড়কের রেশম বাগান অংশে বুধবার (৭ই অক্টোবর) দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন রাঙামাটি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী। এসময় উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী সহ এলজিইডির কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে এলজিইডির রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী জানান, সারাদেশে এলজিইডির গেজেট ভুক্ত রাঙ্গামাটি জেলায় মোট রাস্তা আছে ৬৪২টি, যার সর্বমোট দৈর্ঘ্য ৪৯৪০ কি.মি। আবার এই সড়কগুলোর মধ্যে কিছু অংশ পাকা ও কাঁচা। ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসে’ এলজিইডির উদ্যোগে এই সড়ক গুলোকে মেরামত করা হচ্ছে।