কাপ্তাইয়ে প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা

511

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় তিনি বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ৩ ব্যবসায়ীকে ৫শ টাকা করে ১ হাজার ৫শ টাকা এবং মাস্ক না পরার কারণে একজন পথচারীকে দন্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক ১শ টাকা সহ সর্বমোট ১ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া তিনি পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতন করেন। কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং থানা পুলিশ এর সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।