কাপ্তাইয়ে লকডাউন কার্যকরসহ জনসচেতনতায় এসিল্যান্ডের অভিযান

427

|| কাপ্তাই প্রতিনিধি ||

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে মোবাইল কোর্ট ও এলাকাবাসীকে সচেতন করতে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী।

সোমবার বিকাল ৫ টা থেকে ৬.৩০ পর্যন্ত কাপ্তাইয়ের নতুন বাজার এবং শীলছড়ি এলাকায় করোনা সচেতনতায় এই মোবাইল কোর্ট এবং প্রচারণা কার্যক্রম চালান তিনি।

এসময় লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় সংক্রমণ রোগ নির্মূল ও প্রতিরোধ আইন ২০১৮ এর ধারায় ৪টি মামলায় ২ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করে।