আগামী ২৫ জুলাই হতে ৯ আগস্ট পর্যন্ত রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে শুরু হবে ছবি সহ ভোটার হালনাগাদ কার্যক্রম। ০১.০১.২০০০ সালের পূর্বে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে সেই সকল নাগরিকরা এবার নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। এছাড়াও বাদ পড়া ভোটাররাও এই হালনাগাদ কার্যক্রমে ফরম পূরন করে
ভোটার তালিকায় অন্তভূক্ত হতে পারবেন। আগের ভোটার তালিকায় কোন ভুলক্রুটি থাকলে সেটা এইবারের হালনাগাদ কার্যক্রমে যে কেউ সংশোধন করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসেন।
এদিকে মঙ্গলবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোটার হালনাগাদ সংক্রান্ত এক সভা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি মাহামুদুল হাই, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসেন, উপজেলা প্রাতমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোটার হালনাগাদ সংশ্লিষ্ট কমিটির আহবায়ক নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, কেউ নতুন ভোটার হতে হলে তাকে অবশ্যই নির্বাচন কমিশনের সিদ্বান্ত মোতাবেক বয়স প্রমানের জন্য জন্ম নিবন্ধন অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা পার্সপোর্ট দেখাতে হবে।
উপজেলা নির্বাচন অফিসার জাকিয়া হোসেন জানান, আগামী ২৩ জুলাই হালনাগাদ কার্যক্রমে অংশ নেওয়া তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষন প্রদান করা হবে।