|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ০৩ বছরের সাজা সহ সর্বমোট ১২টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃইয়াছিন (৩২) কে আটক করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) কাপ্তাই নতুন বাজার জাকির হোসেন স’মিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ ইয়াছিন কাপ্তাই থানাধীন আফসারের টিলার নামক এলাকার বাসিন্দা নজরুল ইসলাম ছেলে। কাপ্তাই থানা সূত্রে জানা যায়, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আজাদ হোসেন, এএসআই (নিঃ) জাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৩ বছরের সাজা সহ সর্বমোট ১২টি গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী মোঃইয়াছিন (৩২)’কে কাপ্তাই থানাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকা হইতে গ্রেফতার করে। এদিকে আসামী মোঃ ইয়াছিনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।