॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রঘোনাস্থ বারঘোনা গেট এলাকা থেকে পরোয়ানাভুক্ত ১ পলাতক আসামীকে আটক করেছে ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা গেট এলাকা থেকে জিআার মামলার পলাতক আসামী আব্দুল মমিন (৪৫) কে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটক আসামীকে বুধবার রাঙামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।